প্রকাশিত : সোমবার, ১৯ জুন ২০২৩

Share This News

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর দাবিতে মন্ত্রণালয়ে চিঠি

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর দাবিতে মন্ত্রণালয়ে চিঠি

আবারও বাড়তে পারে চিনির দাম। এবার কেজিতে ২৫ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন মিল মালিকরা। এই দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন তারা।

সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার (১৯ জুন) বাণিজ্যসচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়।

২২ জুন (বৃহস্পতিবা) এই দাম কার্যকর করতে চান তারা।

বাণিজ্য মন্ত্রলায় থেকে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১২৫ টাকা নির্ধারিত আছে। মিল মালিকদের দাবি মেনে নিলে বৃহস্পতিবার থেকে প্রতি কেজি খোলা চিনির দাম ১৪০ টাকা এবং প্যাকেট চিনির দাম ১৫০ টাকা নির্ধারণ করা হবে।

নীতিমালা অনুযায়ী, ভোজ্য তেল, চিনিসহ আরো কয়েকটি আমদানি পণ্যের দাম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে নির্ধারণ করে সরকার।

এই খাতের ব্যবসায়ীরা সম্প্রতি চিনির দাম বাড়াতে সরকারের দ্বারস্থ হয়ে ব্যর্থ হন। অবশেষে তারা নিজেরাই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেন।