প্রকাশিত : সোমবার, ১৯ জুন ২০২৩

Share This News

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকসহ ডুবোযান নিখোঁজ

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকসহ ডুবোযান নিখোঁজ

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে পর্যটকবাহী একটি সাবমেরিন। যেটি উদ্ধারে তৎপরতা শুরু হলেও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি।

সোমবার (১৯ জুন) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যানটিকে খুঁজে বের করার মিশনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

জানা গেছে, পর্যটকবাহী ওই ডুবোযানগুলোতে ৫ জন লোক বসতে পারেন। এর মধ্যে একজন পাইলট ও তিনজন অর্থ প্রদানকারী পর্যটক ছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন এক গাইডও থাকেন। টাইটানিকের ধ্বংসাবশেষটি ঘুরে দেখতে অন্তত ৮ ঘণ্টা সময় লাগে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টাইটানিকের ডুবে যাওয়ার স্থানটি কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত।

উল্লেখ্য, টাইটানিক ছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। ১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দর থেকে ২ হাজার ২০০ যাত্রী ও ক্রু নিয়ে জাহাজটি নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পরে একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে এটি তলিয়ে যায়। এ ঘটনায় জাহাজে থাকা দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে অভিযাত্রী ও বিশেষজ্ঞরা এখানে অভিযান চালিয়ে আসছেন।