প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন ২০২৩

Share This News

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত ইউকে নির্মুল কমিটির

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত ইউকে নির্মুল কমিটির

আসছে ২৬শে জুন ২০২৩ শহীদ জননী জাহানারা  ইমামের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা। গত ১৯ জুন লন্ডন সময় সন্ধ্যে ৬টায় পূর্ব লন্ডনের বো-বিজনেন্স সেন্টারে নির্বাহী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মাফিক শহীদ জননী স্মরণে যুক্তরাজ্য শাখা  ২৬ জুন লন্ডন সময় রাত দশ ঘটিকায় ভার্চুয়্যালী আলোচনা সভার আয়োজন করবে। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিশ্বের বিভিন্ন প্রান্থ থেকে আলোচকবৃন্দ অংশ নেবেন।

একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্মৃতি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবিরের সদ্য প্রয়াত কন্যা অর্পিতা শাহরিয়ার ও রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা পংকজ ভট্রাচার্যের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক পালন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উভয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুশান্ত দাস প্রশান্তের নেতৃত্বে তিন মাসের মধ্যে কার্ডিফ, বার্মিংহ্যাম ও মানচ্যাস্টারে তিনটি সমাবেশের মাধ্যমে কাজকে তরান্বিত করা এবং সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম ও নির্বাহী সদস্য জেসমিন চৌধুরী ও কাউন্সিলার মঈন কাদরিকে ব্রিটেনসহ আন্তর্জাতিক ভাবে যোগাযোগের দায়িত্ব দেয়া হয়।

সভায়  সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আনসার আহদেম উল্লাহ বাংলাদেশ ফোরাম ইউরোপের প্রতিনিধি দলের সম্প্রতি বাংলাদেশ সফরে দেশের বিভিন্ন স্থানে বধ্যভূমি পরিদর্শন ও একাত্তরের ভিকটিম পরিবার গুলোর সাথে তাদের সাক্ষাৎকারের বিবরণ দেন। সভায় সাংগঠনির আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, সহ-সভাপতি নাজমা হোসাইন, সেক্রেটারি মনিরা পারভিন ,সহকারী সেক্রেটারি জুয়েল রাজ, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি নূরুদ্দিন আহমদ।