প্রকাশিত : শনিবার, ২৪ জুন ২০২৩

Share This News

থাইল্যান্ড উপকূল হাজার হাজার মৃত মাছ

থাইল্যান্ড উপকূল হাজার হাজার মৃত মাছ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের উপকূলে হাজার হাজার মৃত মাছ ভেসে উঠেছে। ঢেউয়ের ধাক্কায় এসব মাছ এসে জমেছে সমুদ্রতীরে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি সৈকত মৃত মাছে ছেয়ে গেছে। বিশেষজ্ঞরা এখন এই ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী মনে করছেন। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে জানানো হয়, সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’-এর কারণেই এই হাজার হাজার মাছের মৃত্যু হয়েছে বলে ধারণা করা করছেন বিশেষজ্ঞরা। কাসেটসার্ট ইউনিভার্সিটির ফিশারিজ অনুষদের ডেপুটি ডিন থন থামরংনাওয়াসাওয়াত বলেন, প্ল্যাঙ্কটন ব্লুম হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা যার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এর ফলে অক্সিজেনের অভাবে মাছ মারা যেতে থাকে। 

তিনি আরও বলেন, কোরাল ক্ষয় থেকে শুরু করে প্ল্যাঙ্কটন ব্লুমের মতো বেশ কিছু প্রাকৃতিক ঘটনা রয়েছে যা পানিতে অক্সিজেন কমিয়ে দিতে পারে। লাখ লাখ বছর ধরে এসব হয়ে আসছে। কিন্তু জলবায়ু পরিবর্তন তথা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এই প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে। ফলে পানিতে আশঙ্কাজনক মাত্রায় অক্সিজেন কমে গিয়ে মাছের মৃত্যু হচ্ছে।