প্রকাশিত : সোমবার, ২৬ জুন ২০২৩

Share This News

২৪ ঘন্টায় আরও ৩৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘন্টায় আরও ৩৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭১ জন। এদের মধ্যে ঢাকায় ২৩৬ জন এবং ঢাকার বাইরে ১৩৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৮৫ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ২২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৬৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৭ হাজার ৬০৯ জন। এদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৮৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৫৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।