প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

Share This News

দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতে অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দেশ ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করেন। আত্মশুদ্ধির ফরিয়াদ জানান তারা। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বৃষ্টি থাকায় রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায়ই হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন ঢাকার তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ।

নামাজের পরে দোয়ায় মাওলানা মুশতাক দেশ ও বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করেন। 

সকাল সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত  অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন মুসল্লিরা।  দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় মোনাজাতে। সেখানে পরপর ৫ টি জামাত অনুষ্ঠিত হবে। 

ওদিকে ঈদের নামাজের পর সারাদেশে চলছে পশু কোরবানি।  

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা তাদের প্রিয় পশু কোরবানি দিচ্ছেন।