প্রকাশিত : সোমবার, ৩ জুলাই ২০২৩

Share This News

১১ ঘণ্টার সফরে ঢাকায় আর্জেন্টিনার মার্টিনেজ

১১ ঘণ্টার সফরে ঢাকায় আর্জেন্টিনার মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক :  মাত্র ১১ ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় ১০ ঘণ্টা বিমান ভ্রমণ করে আজ ভোরে ঢাকায় নামেন মার্টিনেজ। সব মিলিয়ে তার ভ্রমণ ৩০ ঘণ্টার বেশি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হোটেল ওয়েস্টিনে চলে যান মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে উত্তর বাড্ডার এক বাণিজ্যিক অফিস পরিদর্শন করবেন তারা। এরাই মূলত মার্টিনেজকে বাংলাদেশে এনেছেন।

যদিও এ অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবেন আয়োজকরা।

সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমানবন্দরে যাবেন।

সেখান থেকে বিকেল সাড়ে চারটার পর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের।