প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই ২০২৩

Share This News

বন্ড মার্কেট উন্নয়নে কাজ করবে আইএমএফ-বিশ্বব্যাংক

বন্ড মার্কেট উন্নয়নে কাজ করবে আইএমএফ-বিশ্বব্যাংক

এশিয়া ডেইলি নিউজ ডেস্ক: বাংলাদেশের শেয়ারবাজারে সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ড উন্নয়নে কাজ করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ।

 

আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, সরকারি বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করতে চায় আইএমএফ ও বিশ্বব্যাংক।

তিনি জানান, ‘গতকাল বুধবার তারা ঢাকায় এসেছেন। আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারি বন্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইএমএফের ৫ জন ও বিশ্বব্যাংকের ২ জন উপস্থিত ছিলেন।’

সরকারি বন্ড নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এই প্রতিনিধি দল বৈঠক করবেন। তাদের মূল লক্ষ্যই সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ডের উন্নতি করা।