প্রকাশিত : সোমবার, ১০ জুলাই ২০২৩

Share This News

বার্লিনে প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

বার্লিনে প্রবাসী নারীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

জার্মান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি। এবার ঈদুল আজহার আনন্দ আরো একধাপ বাড়িয়ে দিতে বার্লিনের প্রবাসীরা আরো একবার একত্রিত হয়। গতকাল শনিবার নগরীর ওয়াইন স্ট্রাসেতে বার্লিনের প্রবাসী নারীদের উদ্যেগে ঈদ আনন্দের এই আয়োজনে নামে প্রবাসীদের ঢল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি ও সংস্কৃতিকে ধরে রাখতে সবার প্রতি আহবান জানান।

প্রবাসীদের এই মিলন মেলায় ছিল নানা ধরনের বাংলা খাবারের আয়োজন। বার্লিনে বসবাসরত সব পরিবার পরিজনদের এক করতে পেরে খুশি অনুষ্ঠানের উদ্যোক্তা মাকসুদা হোসাইন আনিকা ও পারভীন সুলতানা। ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিদের।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল একুশের পদক প্রাপ্ত নাজমুন নেসা পিয়ারীর উপাস্থাপনায় প্রবাসী ক্ষুদে শিল্পীদের সমবেত সাংস্কৃতিক পরিবেশনা। তারপর মঞ্চে ওঠেন স্বনামধন্য প্রবাসী শিল্পীবৃন্দ । শিল্পী শাহ নিজাম উদ্দিন,  মিতালী মুখার্জি, সারণী দত্তসহ আরো অনেকে দর্শকদের মুগ্ধ করতে পরিবেশন করেন দেশের জনপ্রিয় সব সংগীত।