প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

Share This News

পশ্চিমারা ইউক্রেনকে ছেড়ে যাবে না: বাইডেন

পশ্চিমারা ইউক্রেনকে ছেড়ে যাবে না: বাইডেন

ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে ছেড়ে যাবে না।

বুধবার ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় চত্বরে হাজার হাজার জনতার উদ্দেশ্যে একথা বলেন তিনি।

বাইডেন বলেন, ‘আমরা এক চুলও নড়বো না। কিন্তু তার ধারণা ভূল।

ন্যাটো শীর্ষ সস্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের প্রতি আমাদের দেয়া প্রতিশ্রুতি থেকে আমরা সরবো না। আমরা আজ, আগামীকাল কিংবা যতদিন লাগুক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াব।

স্বাধীনতা রক্ষা করা একদিন কিংবা একবছরের কাজ নয়। এটি সারাজীবনের, সর্বকালের কাজ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।