প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই ২০২৩

Share This News

আইসিসির পক্ষ থেকে সুখবর পেল নারী ক্রিকেটাররা

আইসিসির পক্ষ থেকে সুখবর পেল নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : নারী ক্রিকেটারদের জন্য সুসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে ছেলে এবং মেয়েদের ক্রিকেটে প্রাইজমানি সমান হবে। 

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলন শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে যুগান্তকারী এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। 

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, এটি ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়া নারী ও পুরুষরা এখন সমান প্রাইজমানি পাবেন। 

তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে অর্থ পুরস্কার বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি। এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।

সবশেষ ২০২২ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তান ৮ লাখ ডলার। আর নারী বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পায় ১০ লাখ, রানার্সআপ পায় ৫ লাখ ডলার।

শুধু তাই নয়, টেস্টে মন্থর ওভার রেটের শাস্তি কমিয়েছে আইসিসি। আগে প্রতি ওভার কমের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হতো। এখন প্রতি ওভারের জন্য কাটা হবে ৫ শতাংশ। সর্বোচ্চ কাটা হতে পারে ৫০ শতাংশ।