প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

Share This News

আলজেরিয়ায় আরো ভয়াবহ হয়ে উঠেছে দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪

আলজেরিয়ায় আরো ভয়াবহ হয়ে উঠেছে দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্ববাপী জলবায়ু পরিবর্তনের ফলে নানা ঘটনা ঘটছে। একদিকে দেশে দেশে ভূমিকম্প অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটছে। ফলস উৎপাদন হ্রাস পেয়েছে ব্যাপক হারে। দাবানলে পুড়ছে বনভূমি। এদিকে আলজেরিয়ায় দাবানলে কয়েক ডজন মানুষ মারা গেছে, শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

দাবানল ছড়িয়ে পড়েছে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপ জুড়ে। এর প্রভাবে আলজেরিয়ার পাহাড়ি বেজাইয়া ও বুইরা অঞ্চলে দাবানলে ১০ জন সেনাসহ ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ।

মঙ্গলবার (২৫ জুলাই) বৃটেনভিত্তিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ১ হাজার ৫০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় দশজন সেনা নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জলবায়ু সঙ্কট বিশ্বজুড়ে প্রকট আকার ধারণ করেছে, যার ফলে ঘন ঘন তাপপ্রবাহ, বন্যা, দাবানলসহ আরো মারাত্মক বিপর্যয় ঘটছে। সূত্র : দ্যা গার্ডিয়ান