প্রকাশিত : বুধবার, ২ আগস্ট ২০২৩

Share This News

মোহাম্মদ হান্নানের দুটি কবিতা

মোহাম্মদ হান্নানের দুটি কবিতা

 

বৃথা জীবন 

মোহাম্মদ হান্নান 

 

কেমন জীবন দিলায় আল্লাহ 

ঘরে বাইরে আগুন 

বিজলীর মত চমক দিয়া

ফুরায় গেলো ফাগুন।

 

জীবন যুদ্ধ করলো যারাই

লোভের পাগল হইয়া 

গনিমতের মাল না পাইলো

হাজার তুফান সইয়া।

 

রাজা মন্ত্রী হইবার লাগি 

কেউবা ফ্যাসাদ করে

প্রাসাদ জীবন ধইরা রাখতে 

অঘুমে কেউ মরে।

 

শতরঞ্জির চাল চালিয়া 

বিজয় পায় না সবে 

পরাজয়ের ঘৃণ্য জীবন  

বাঁইচা লাভ কি তবে? 

 

মানুষ সৃষ্টি করলায় আল্লাহ 

আশায় ভইরা হিয়া 

আশার ঘরে বাসের আগে 

নিলায় মরণ দিয়া।

—-----------------------

 

কালের ঝর 

মোহাম্মদ হান্নান 

 

দেখো চেয়ে আকাশ জুড়ে 

কালো মেঘের ভেলা 

হয়তো সময় এসেই গেছে 

লেগেই যাবে খেলা।

 

ঘর দরজা লাগাও সবে 

দিয়ে লোহার তালা 

নইলে কিন্তু এই তুফানে

ভাঙ্গবে ঘরের পালা।

 

কেউবা বাঁচে ধরার জীবন 

আছার পাছার খাইয়া

কেউবা চলে পালের নৌকায় 

বিজয়ের গান গাইয়া।

 

পদ্মা নদীর কতই মাঝি 

ঝড়ের থাবায় পড়ে

সামাল দিতে পারেনি তাই 

ডুবে গেছে মরে।

 

আল্লাহ আল্লাহ করো সবাই 

 তুফানে ঝর এলে 

বেচেঁ হয়তো যেতেও পারো

প্রভুর কৃপা পেলে।