প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩

Share This News

ব্রাজিলের তিন রাজ্যে পুলিশের স্ট্রিং অপারেশন, নিহত ৪৫

ব্রাজিলের তিন রাজ্যে পুলিশের স্ট্রিং অপারেশন, নিহত ৪৫

ব্রাজিলের তিন রাজ্যে মাদককারবারীদের বিরুদ্ধে পুলিশের স্ট্রিং অপারেশনে ৪৫ জন নিহত হয়েছে। এর মধ্যে রিও ফাবেলা রাজ্যে ১০, রাহিয়ায় ১৯ ও সাও পাওলোতে ১৬ জন নিহত হয়েছে।

গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

ব্রাজিল পুলিশি সহিংসতার জন্য কুখ্যাত দেশ হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৩টায় পুলিশ ও মাদককারবারীদের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয়। রিও ডি জেনেরোর দা পেনহা ফাবেলায় মাদককারবারীদের বিরুদ্ধে বেসামরিক ও সামরিক পুলিশের অভিযানের ১০ জন নিহত হয়।

উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর এবং পার্শ্ববর্তী শহর কামাকারি ও ইতাতিমে শুক্রবার থেকে সোমবারের মধ্যে সামরিক পুলিশের সাথে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ব্রাজিলিয়ান ফোরাম অন পাবলিক সেফটি অনুযায়ী, বাহিয়া ও রিও ডি জেনেরো ব্রাজিলের দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ প্রাণঘাতি পুলিশ বাহিনীর আবাসস্থল।

এদিকে সাও পাওলোর রাজ্য কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে যে বাইক্সাদা সান্তিস্তা অঞ্চলে চলমান পুলিশ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এটি সাও পাওলো পুলিশের দ্বারা পরিচালিত সবচেয়ে মারাত্মক অপারেশনগুলোর মধ্যে একটি।