প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩

Share This News

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪২

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৭৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ১ হাজার ৭৪০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৪৬৩ জন রোগী।

এর মধ্যে ৪ হাজার ৪৮২ জন ঢাকায় এবং ৪ হাজার ৯৮১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭২ হাজার ২২৫ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬২ হাজার ৪২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪০ জন মারা গেছেন।