প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট ২০২৩

Share This News

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় ফোনের পর্দা অন্যদের দেখানো যাবে

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় ফোনের পর্দা অন্যদের দেখানো যাবে

ভিডিও কলের সময় ফোনের পর্দা অন্যদের দেখানোর সুযোগ দিতে ‘স্ক্রিন শেয়ারিং’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলার সময় পর্দায় থাকা তথ্য, ছবি বা ভিডিও অপর প্রান্তে থাকা ব্যক্তিকে দেখানো যাবে। ফলে হোয়াটসঅ্যাপের ভিডিও কলেই বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের ভিডিও কলে স্ক্রিন শেয়ার সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে ভিডিও কলের স্ক্রিন শেয়ার করে সরাসরি সহকর্মীদের বিভিন্ন তথ্য দেখানো যাবে। অনলাইন কেনাকাটা বা ভ্রমণ পরিকল্পনা করার পাশাপাশি প্রবীণদের প্রযুক্তি–সহায়তাও দেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ভিডিও কল চলাকালে শেয়ার আইকনে ট্যাপ বা ক্লিক করে স্ক্রিন শেয়ারিং সুবিধা চালু করতে হবে। এরপর স্ক্রিন প্রদর্শনের অনুমতি দিয়ে তথ্য বা ফাইল নির্বাচন করলেই ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যবহারকারীরা ফোন বা কম্পিউটারের পর্দায় চালু থাকা সব তথ্য বা ছবি দেখতে পারবেন। স্ক্রিন শেয়ারিং সুবিধা ফোনের পাশাপাশি কম্পিউটারেও ব্যবহার করা যাবে। 

প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী স্ক্রিন শেয়ারিং সুবিধা ব্যবহার করতে পারছেন। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন। 

স্ক্রিন শেয়ারিংয়ের পাশাপাশি হোয়াটসঅ্যাপে ল্যান্ডস্কেপ মোড সুবিধাও যুক্ত করা হয়েছে। এর ফলে ভিডিও কলের সময় বর্তমানের তুলনায় বড় পর্দা দেখা যাবে।

সূত্র: টেক ক্রান্চ