প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

Share This News

ফ্রান্সে হলিডে হোমে আগুন, মৃত্যু ১১

ফ্রান্সে হলিডে হোমে আগুন, মৃত্যু ১১

ফ্রান্সে প্রতিবন্ধিদের একটি হলিডে হোমে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টায় পূর্ব ফ্রান্সে এ ঘটনা ঘটে।

স্ট্রাসবার্গ থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেইম শহরের দোতলা ওই বিল্ডিংটিতে প্রতিবন্ধি ও তাদের তত্ত্বাবধায়কেরা তখন ঘুমিয়ে ছিল।

প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এবং অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডেপুটি প্রসিকিউটর নাথালি কিলওয়াসার সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি সেখানে ১১ জন নিহত হয়েছে।’

ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, আটটি লাশ পাওয়া গেছে এবং আরো তিনটি ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন প্রতিবন্ধি এবং একজন পরিচর্যাকারী।

ওই হলিডে হোমের প্রতিবেশী নাথালি বলেছেন, তিনি চিৎকার শুনেছেন এবং তার জানালা থেকে ধোঁয়ার বিশাল মেঘ দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী ফ্রান্স ৩ টিভিকে বলেন, ‘সবকিছুই খুব দ্রুত ঘটে গেছে।’

সূত্র : রয়টার্স