প্রকাশিত : বুধবার, ১০ মে ২০২৩

Share This News

১০ বছর আগে ফেল করা ডিগ্রি শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ পাচ্ছেন

১০ বছর আগে ফেল করা ডিগ্রি শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ পাচ্ছেন

২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ডিগ্রিতে ফেল করা শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের ডিগ্রি (পাশ) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশ নিতে পারবেন তারা। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের ডিগ্রি (পাশ) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থী এক বা একাধিক কোর্সে ‘এফ’ গ্রেডপ্রাপ্ত (অকৃতকার্য) হয়েছেন, তাদের শর্তসাপেক্ষে বিশেষ বিবেচনায় ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে ‘এফ’ গ্রেডপ্রাপ্ত (অকৃতকার্য) শিক্ষার্থীরা পাঁচ হাজার টাকা ফি দিয়ে শুধু ২০২১ সালের ডিগ্রি (পাশ) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবেন। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না।

তবে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ বা পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে বা পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হলে কোনো অবস্থায় পরবর্তী পরীক্ষায় আর অংশ নেওয়ার সুযোগ পাবেন না।