প্রকাশিত : বুধবার, ১০ মে ২০২৩

Share This News

চুয়েটে অত্যাধুনিক অ্যাডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চ ল্যাব উদ্বোধন

চুয়েটে অত্যাধুনিক অ্যাডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চ ল্যাব উদ্বোধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগে ‘অ্যাডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চল্যাবরেটরি (এসিএমআরএল)’ এর উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয়তলায় এই ল্যাবের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদকামরুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগসহ চুয়েটেরবিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। 

ইউনেস্কোর অধীনে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস-এর গবেষণা অনুদান চুক্তির আওতায় স্থাপিত হয়েছে এই ল্যারটি। এইপ্রকল্পের প্রধান গবেষক হিসেবে কাজ করবেন চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী, গবেষকহিসেবে কাজ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ হাসান নাকীব, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপকড. মো. মহি উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. নুসরাত জাহান ও সহকারী অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন। 

এই গবেষণা প্রকল্পের সঙ্গে চুয়েট ছারাও দেশের আরও ৪টি বিশ্ববিদ্যালয়ের এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অবউইসকনসিন, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, তুরস্কের গাজী ইউনিভার্সিটি, ভারতের ইউনিভার্সিটি অব কলকাতারগবেষণা সম্পর্কিত কোলাবোরেশন রয়েছে। এই প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠিত গবেষণাগারে বর্তমানে দুজন পিএইচডি, দুজনএমফিল ও ১২ জন এমএসসি পর্যায়ে ছাত্র-ছাত্রীর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে