প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

Share This News

জাফলংয়ে নদী থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

জাফলংয়ে নদী থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়ানঘাট উপজেলার জাফলং থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে জাফলংয়ের নদী থেকে রমিজ উদ্দিন (৫৫) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমিজ উদ্দিন মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

এরআগে শুক্রবার দুপুরে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন রমিজ। প্রায় ৪ ঘন্টা পর গোয়াইনঘাট থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমিজ উদ্দিনসহ তার এলাকার ৫০ জনের একটি গ্রুপ শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে রমিজ গ্রুপের অন্যান্যদের সাথে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে রমিজসহ কয়েকজন স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয়রা বাকিদের উদ্ধার করতে সক্ষম হলেও রমিজ উদ্দিন তলিয়ে যান।

রমিজ উদ্দিনের সাথে আসা লুৎফুর উদ্দিন জানান, রমিজসহ গ্রুপের অন্যান্যরা গোসল করার জন্য পানিতে নামলে স্রোতের টানে রমিজ পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

 জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, পানিতে তলীয়ে যাওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে, জাফলংয়ে বেড়াতে এসে প্রয়াশই পানিতে ডুবে মারা যান পর্যটকরা। পর্যটকদের সচেতনায় প্রশাসনের যথেষ্ট তৎপরতা না থাকার াভিযোগ রয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট থানা পুলিশের পাশাপাশি  টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পানিতে না নামার জন্য একাধিক সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হলেও তা আমলে না নিয়েই অনেক পর্যটক অতি উৎসাহী হয়ে নদীর পানিতে গোসল করতে নামেন। এতে করেই বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সচেতন হতে হবে।