প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট ২০২৩

Share This News

নাগরিকদের দেশে ফেরাতে সীমান্ত খুললো উত্তর কোরিয়া

নাগরিকদের দেশে ফেরাতে সীমান্ত খুললো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বিদেশে বসবাসরত তার নাগরিকদের জন্যে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে। করোনা মহামারিকালে দেশটি তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এখন বিদেশে বসবাসরত উত্তর কোরিয়ার নাগরিকেরা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা কেসিএনএ রোববার এ খবর জানিয়ে বলেছে, স্টেট ইমার্জেন্সি প্রিভেনশন হেডকোয়াটার্স এর ঘোষণায় বিদেশে থাকা নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, যারা ফিরে আসবে তাদের কোয়ারেন্টিন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিক্যাল অবজারভেশনে রাখা হবে।

উত্তর কোরিয়া করোনা মহামারি মোকাবেলার লক্ষ্যে ২০২০ সালের প্রথম ভাগেই তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল।