প্রকাশিত : শুক্রবার, ১২ মে ২০২৩

Share This News

অবশেষে দেশে মুক্তি পেল শাহরুখের ‘পাঠান’

অবশেষে দেশে মুক্তি পেল শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক: অনেক ঝক্কি-ঝামেলা পার করে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে আজ থেকে প্রদর্শিত হচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’।

স্পাই-থ্রিলার-অ্যাকশন ধাঁচের এই সিনেমা প্রথম সপ্তাহে দেশের ৪১ সিনেমা হলে প্রদর্শিত হবে। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ‘পাঠান’র ৩৪টি শো চলছে। প্রথম দিনেই বাজিমাত করেছে। অসংখ্য দর্শন এদিন সিনেমাটি দেখতে হলে ভিড় জমান। প্রতিষ্ঠানটির সাতটি শাখায় এসব শো দেখানো হবে। তাদের শাখাগুলো রয়েছে পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার, বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক ও চট্টগ্রামের বালি আর্কেডে।

সিনেপ্লেক্সের বাইরে রাজধানীর আরেক মাল্টিপ্লেক্স ‘ব্লকবাস্টার সিনেমাস’-এ প্রতিদিন ৯টি শো চলছে প্রতিনিধি।

এছাড়াও পুরান ঢাকার লায়ন সিনেমাসে প্রতিদিন ছয়টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটি, শ্যামলী সিনেমায় চারটি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চারটি এবং গ্র্যান্ড সিলেট হোটেল মুভি থিয়েটারে তিনটি করে শো প্রদর্শিত হচ্ছে। প্রথম দিন শুক্রবার সব কটি হলেই দর্শকরা ভিড় করেন সিনেমাটি দেখতে।

সাফটা চুক্তিতে সিনেমাটি বাংলাদেশে নিয়ে এসেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। একই দিনে ‘পাঠান’র বিপরীতে ভারতে মুক্তি পাবে শাকিব খানের ‘পাংকু জামাই’ সিনেমাটি।