প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর ২০২৩

Share This News

প্রাথমিক সার্চ ইঞ্জিন বদলের চিন্তা অ্যাপলের

প্রাথমিক সার্চ ইঞ্জিন বদলের চিন্তা অ্যাপলের

সার্চ ইঞ্জিনের মধ্যে গুগলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাই প্রায় সব স্মার্টফোন ও কম্পিউটার গ্যাজেট কোম্পানি তাদের ডিভাইসে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে। আর স্মার্টফোন মানেই গুগল ক্রোম নামানো। স্মার্টফোনের জন্য ক্রোমের চেয়ে উপাদেয় ব্রাউজার আর নেই। সেই গুগলকে বদলের কথা ভাবছে অ্যাপল। 

প্রাথমিক সার্চ ইঞ্জিন বদলের চিন্তা অ্যাপলের

নিজস্ব ডিভাইসে থার্ড পার্টি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে অ্যাপল বরাবরই অনাগ্রহী। পারতপক্ষে ডিভাইসে গুগলের পরিবর্তে নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহারে কাজও করছে অ্যাপল। 

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, কয়েক বছর ধরে সার্চ প্রযুক্তির উন্নয়নে কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি। তবে এক্ষেত্রে সফল হতে হলে কোম্পানিটিকে আরো সময় ব্যয় করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তি-বিশারদদের মতে, অ্যাপল যদি কোনোভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন চালু করতে পারে তাহলে গুগলের তুলনায় আরো ভালো সমাধান দিতে সমর্থ হবে প্রতিষ্ঠানটি।

গুগল অবশ্য অ্যাপলের ডিফল্ট সার্চ ইঞ্জিন হওয়ার অ্যাপলকে মোটা অঙ্কের টাকা দিয়ে আসছে। তাই অ্যাপলের এই সিদ্ধান্ত গুগলের জন্য উদ্বেগের কারণ হওয়াটা স্বাভাবিক। 

সূত্র: টেকরাডার