প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর ২০২৩

Share This News

৬৩ বলে ফখরের সেঞ্চুরি, বিশাল রান তাড়ায় লড়ছে পাকিস্তান

৬৩ বলে ফখরের সেঞ্চুরি, বিশাল রান তাড়ায় লড়ছে পাকিস্তান

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে পাকিস্তান। ব্ল্যাক ক্যাপসদের দেওয়া ৪০২ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রায় ব্যাটিং নেমে ওপেনার ফখর জামানের ঝোড়ো সেঞ্চুরিতে লড়ছে বাবর আজমের দল।

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাচিন রবীন্দ্রের শতকে পাকিস্তানকে রেকর্ড ৪০২ রানের টর্গেট দেয় নিউজিল্যান্ড। জবাবে ফখর জামান ও অধিনায়ক বাবর আজমের ব্যাটে দারুণ জবাব দিচ্ছে পাকিস্তান।

প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলতে হলে নিউজিল্যান্ডকে হারাতেই হবে পাকিস্তানের। এমন সমীকরণের ম্যাচে স্কোর বোর্ডে ৪০১ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। বিশাল রানের জবাবে ৬ রানে ওপেনার আব্দুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। এরপরই চেন্নাস্বামীতে শুরু হয় ফখর জামানের চার-ছক্কার ফুলঝুড়ি। মাত্র ৬৩ বলে বিশ্বকাপে নিজের দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকান তিনি। ইনিংসটি খেলার পথে ৬টি চার ও ৯টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ওপেনার। ১০৬ রানে অপরাজিত আছেন ফখর।

ফখরের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে দুর্দান্ত ব্যাটিং করছেন অধিনায়ক বাবর আজম। তিনি ৫১ বলে ৪৭ রানে অপরাজিত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টিতে বন্ধ রয়েছে ম্যাচটি। এর আগে ২১.৩ ওভারে শফিককে হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে পাকিস্তান।