প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

Share This News

ঢাকা টেস্ট : মিরপুরে বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় দিনের খেলা

ঢাকা টেস্ট : মিরপুরে বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় দিনের খেলা

সকাল থেকেই কাভারে ঢাকা মাঠ। গুড়িগুড়ি বৃষ্টিতে বৃহস্পতিবার দেরি হচ্ছে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব পড়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টে। ঢাকা টেস্টের প্রথম দিনে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে বৃষ্টি বাগড়া দেওয়ায় বিলম্ব হচ্ছে খেলোয়াড়দের মাঠে নামা। আলোকস্বল্পতার কারণে প্রথম দিন খেলা কম হওয়ায় দ্বিতীয় দিনে সময় এগিয়ে ৯টা ১৫মিনিটে খেলা শুরুর কথা ছিল।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সকালে দেখা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে উইকেট এবং এর আশপাশের কিছু জায়গা ঢাকা থাকলেও আউটফিল্ডে পানি জমে গেছে। প্রথম দিনের মতো আজও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে শেরেবাংলার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুত মাঠ প্রস্তুত করে খেলা মাঠে গড়ানো সম্ভব।

এর আগে, ঢাকা টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অল্প রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ বল হাতে দাপট দেখায়। মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে কিউই ব্যাটাররা। আলো স্বল্পতার কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের আগেই শেষ হয় খেলা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৫ রান। মিরাজ ৩টি ও তাইজুল পেয়েছেন দুই উইকেট।