প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

Share This News

হোয়াটসঅ্যাপ কলে রিং না হলে যা করতে হবে

হোয়াটসঅ্যাপ কলে রিং না হলে যা করতে হবে

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে হলের সামনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলসহ অন্য আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মোট ৪টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলো হল পিলো পাসিং, কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশাত্মবোধক গান। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ‘বহুদিন হলে তেমন কোনো আয়োজন করা হয় না। মহান বিজয় দিবস উপলক্ষে এবছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। হলে এ ধরণের প্রতিযোগিতা অব্যাহত থাকবে।’