প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

Share This News

কাল ‘ডাঙ্কি’র মুক্তি, প্রথম শো কখন?

কাল ‘ডাঙ্কি’র মুক্তি, প্রথম শো কখন?

বলিউড বাদশা শাহরুখ খান মানেই বক্স অফিসে ম্যাজিক। ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত পাঠান ও জওয়ান সিনেমার আয় দুই হাজার কোটি ছাড়িয়ে গেছে। এবার বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পাবে শাহরুখের ‘ডাঙ্কি’।

মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ মিনিটে ‘ডাঙ্কি’র প্রথম শো রয়েছে। মুম্বাইয়ে ‘ডাঙ্কি’র পরিবেশনার দায়িত্বে রয়েছে এসভিএফ। তাছাড়া কলকাতাতেও শুরু হচ্ছে সেই সকালেই।

‘ডাঙ্কি’ মুভি বিশেষজ্ঞরা অনেক তথ্যই দিচ্ছেন। কেউ বলছে ‘ডাঙ্কি’-এর আগমনে কিছুটা অম্লান হবে ‘অ্যানিম্যাল’-এর দাপট। আবার অনেকে মত দিচ্ছেন ‘অ্যানিম্যাল’-এর জোয়ার এতো দ্রুত কমবে না।

তবে বলিউড সিনেমার জনপ্রিয়তার সবটুক জুড়েই যেন বাদশার ঘরে। আর তাতেই ভোরবেলার টিকিটও বিক্রি হয়ে গেছে। আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কলকাতার অ্যাক্রোপলিস মলে সকাল সাতটায় ‘ডাঙ্কি’র প্রথম শো। এক্সিকিউটিভ ও প্রিমিয়াম ক্লাসের টিকিট প্রায় বিক্রি হয়ে গেছে। সাধারণ টিকিট কয়েকটা বাকি আছে। আইনক্স মেট্রোতে সকাল আটটার শোয়ের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি প্রেক্ষাগৃহেরও বেশিরভাগ সকালের শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে কলকাতার অবস্থা ‘ডাঙ্কি’-এর জোয়ারে ভাসছে।

‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।