প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

Share This News

রাজকীয় খেতাবপ্রাপ্ত বৃটিশ-বাংলাদেশী ব্যক্তিদের নেটওয়ার্কিং ফোরাম গঠিত

রাজকীয় খেতাবপ্রাপ্ত বৃটিশ-বাংলাদেশী ব্যক্তিদের নেটওয়ার্কিং ফোরাম গঠিত

জনমত ডেস্কঃ বিভিন্ন ক্ষেত্রে অনন্যসাধারণ অর্জন ও ইতিবাচক অবদান রাখার কারণে ব্রিটিশ রাণী ও রাজার কাছ থেকে সম্মানসূচক বিশেষ খেতাবপ্রাপ্ত ব্রিটিশ–বাংলাদেশীদের নিয়ে একটি নেটওয়ার্কিং ফোরাম গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে ১৬ মে মঙ্গলবার লন্ডনে। খেতাবপ্রাপ্ত ব্রিটিশ–বাংলাদেশীদের একটি সাংগঠনিক কাঠামোর আওতায় ঐক্যবদ্ধ হয়ে এর মাধ্যমে ব্রিটেন ও বাংলাদেশে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন উদ্যোগটির লক্ষ্য।  যুক্তরাজ্যে বাঙালি নেতৃত্বাধীন বৃহত্তম সোশ্যাল কেয়ার প্রোভাইডার আপাসেন–এর চীফ এক্সিকিউটিভ মাহমুদ হাসান এমবিই এবং বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা, কমিউনিটি নেতা ও সমাজসেবী ওয়ালী তসর উদ্দিন এমবিই এই উদ্যোগ গ্রহণ করেন।  এ উপলক্ষে ১৬ মে বিকেলে পূর্ব লন্ডনে আপাসেন-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতিমূলক সভা। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত খেতাবধারী ব্রিটিশ–বাংলাদেশীদের এই সভা পরিচালনা করেন মাহমুদ হাসান এমবিই।  

সভায় ব্রিটিশ–বাংলাদেশী এইচএম অনার রেসিপিয়েন্ট ফোরাম গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এজন্য ১১ সদস্য বিশিষ্ট একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।  এতে রয়েছেন: মাহমুদ হাসান এমবিই; ওয়ালী তসর উদ্দিন এমবিই; বজলুর রশীদ এমবিই; এম . আব্দুল মুনিম ওবিই; ফারুক মিয়া এমবিই; ফয়েজ উদ্দিন এমবিই, নাসিম আলী এমবিই; মিসেস পলি ইসলাম এমবিই; মিসবাহ উদ্দিন এমবিই; মিসেস শাহীন ওয়েস্টকোম এমবিই এবং আয়েশা কোরেশী এমবিই।  সভায় আরও উপস্থিত ছিলেন, খন্দকার নুরুর রহমান পাশা এমবিই; আরজু মিয়া এমবিই; খলিল কাজী ওবিই; ওলি খান এমবিই; নুরুল ইসলাম এমবিই; ফয়জুর রহমান এমবিই এবং ওয়াজেদ হাসান সেলিম বিইএম।