প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

Share This News

শফিকুর রহমান চৌধুরীর সর্মথনে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শফিকুর রহমান চৌধুরীর সর্মথনে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অত্যাসন্ন ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা, সফল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সর্মথনে গত বুধবার (২৭ ডিসেম্বর ) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী উমরপুর ইউনিয়নবাসীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব কাউন্সিলর উসমান গনির সভাপতিত্বে, বদরুজ্জামান  চৌধুরী ও শাহ বেলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন মো: মকবুল মিয়া। অতঃপর বিজয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাবেক কাউন্সিলর স্পিকার আহবাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, কেবিনেট মেম্বার কাউন্সিলর ইকবাল হোসেন, নর্থ হ্যামটন আওয়ামী লীগের সভাপতি এম এ রউফ, ময়নুর রহমান বাবুল, মানিক খান, মাহমুদ আলী, আনোয়ার মিয়া, আনা মিয়া, হিফজুর রহমান, মাসুক মিয়া, হারুনুর রশীদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী হেলাল, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুবনেতা জামাল আহমেদ খান, আব্দুল বাছির। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শফিকুর রহমান চৌধুরী এমন এক রাজনীতিবিদ যিনি এমপি থাকা অবস্থান পরপর দুইবার দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁর এই ত্যাগের কারণে গত ১০টি বছর বিশ্বনাথ-ওসমানীনগরে আওয়ামী লীগের দলীয় এমপি ছিলো না। যার কারণে এ আসনটি দীর্ঘদিন উন্নয়ন-বঞ্চিত ছিলো। তাই  এলাকার উন্নয়নে শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করার আহ্ববান জানানো হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হামিদ, আজাদ আলী চৌধুরী, আনছার মিয়া, সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, মো:সাজিদুর রহমান, আলহ্বাজ মো:ওয়াহিদ মিয়া, মামুন কামাল চৌধুরী, বদরুদুজ্জামান চৌধুরী, হারুনুর রশীদ, আব্দুর রহিম বাবুল, নজমুল ইসলাম, সোহেল আহমেদ, মো:আরিফুল ইসলাম, শামসুল ইসলাম, মো:শাহ জাহান, কাজী জাফর, কামরুল ইসলাম রাসেল, মো:খালিছ আহমেদ, মাহফুজুর রহমান, মো:শাহেন মিয়া, অধ্যাপক সাহেদ রহমান, মো:ছালেহ আহমেদ, মো:আশরাফুল হুদা, লিমন মিয়া, জাকির আহমেদ, জাবের আহমদ, ফজলু মিয়া প্রমুখ।