প্রকাশিত : শনিবার, ২০ মে ২০২৩

Share This News

ইবিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এশিয়া ডেইলি নিউজ ডেস্ক: গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ৯৮.৭৮ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শনিবার (২০ মে) বেলা ১২ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিট সমন্বয়কারী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন, ব্যবসায় প্রশাসন ভবন, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন এবং মীর মশাররফ হোসেন ভবনে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরিক্ষায় ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থীর বিপরীতে ৬ হাজার ৭৬৭ জন উপস্থিত ছিলেন।

এদিকে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে 'হেল্পডেক্স', থানা গেট সংলগ্নে 'অভিভাবক কর্ণার', ডায়না চত্বরে 'ভ্রাম্যমাণ আদালতের' ব্যবস্থা করা হয়। এছাড়াও পরীক্ষার্থীদের সেবা নিশ্চিতে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এসময় বিএনসিসি, রোভার স্কাউটসের সদস্যরা পরীক্ষার্থীদের ছিট, ভবন সংক্রান্ত দিকনির্দেশনায় নিয়োজিত ছিলেন।

ভর্তি পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।

'বি' ইউনিট সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অপ্রীতিকর কোন ধরণের ঘটনা ছাড়াই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতি ছিলো।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমরা কেন্দ্র পরিদর্শনে গিয়েছি। সবকিছু সন্তোষজনক। আমাদের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। কোনও অভিযোগ পাইনি। প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্র সংগঠনগুলো ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। সকলেই যদি এভাবে যদি সহযোগিতা করেন তাহলে কোনও কাজই অসাধ্য থাকবে না। আগামীদিনের পরীক্ষা গুলোতেও এরকম সহযোগিতা কামনা করছি।’