প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

Share This News

বিএসআরএম স্টিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বিএসআরএম স্টিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। আজ মঙ্গলবার রাতে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এ রেকর্ড হয়। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গতকাল সোমবার ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট।

আজ রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এসব তথ্য জানিয়েছেন।

বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান কালের কণ্ঠকে বলেন, ‘আজ মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনে নতুন আরেক রেকর্ড হয়েছে। গতকালের (সোমবার) ১৫ হাজার ৬০৪ মেগাওয়াটকে ডিঙিয়ে আজ রাত ৯টায় উৎপাদন হয়েছে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ। যা দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’

উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র তিন হাজার ২৬৮ মেগাওয়াট।