প্রকাশিত : রবিবার, ২১ মে ২০২৩

Share This News

‘রাইজ আপ নিউইয়র্ক সিটি’র বার্ষিক লিডারশিপ সামিট সম্পন্ন

‘রাইজ আপ নিউইয়র্ক সিটি’র বার্ষিক লিডারশিপ সামিট সম্পন্ন

এশিয়া ডেইলি নিউজ ডেস্ক: নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটিকে দ্রুত অগ্রসরমান উল্লেখ করে বলেছেন, এই কমিউনিটি নিজেদের দক্ষতায় আমেরিকায় জায়গা করে নিচ্ছে। সিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বাংলাদেশী-আমেরিকানরা স্বমহিমায় উদ্ভাসিত রয়েছেন গত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন ‘রাইজ আপ নিউইয়র্ক সিটি’-এর বার্ষিক লিডারশিপ সামিটে প্রধান অতিথি অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকানদের বিশেষ করে নতুন প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি নানাভাবে সচেতন করতে নিরন্তর কাজ করছে রাইজ আপ। মুলধারার রাজনীতি সম্পর্কে যুব শ্রেণিকে অবগত ও সম্পৃক্ত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। 

সিটির আগ্রা প্যালেসে ১২ মে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে মূলধারার রাজনীতিক, জনপ্রিতিনিধি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাইজ আপ নিউইয়র্ক সিটির আইন বিষয়ক ভিপি হুময়ুন কবির। স্পিকার অব দ্য ইভেন্ট ছিলেন শামসুল হক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে নিউইয়র্ক স্টেট সিনেটর জন লু ও রবার্ট জ্যাকসন, স্টেট এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, মূলধারার রাজনীতিক হাইরাম মানসেরাত, মেয়র অফিসের চিফ এডমিনিসেট্রটিভ অফিসার মীর বাশার এবং সাউথ এশিয়া এন্ড মুসলিম এফেয়ার্সের সিনিয়র এডভাইজার আহসান চুগতাই প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামস সিটির অপরাধ দমনসহ তার প্রশাসনের নানা উন্নয়ন ও পদক্ষেপের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমেরিকান রাজনীতির মূলধারায় সম্পৃক্ততা বাড়ছে বাংলাদেশী প্রজন্মের। এই ধারা অব্যাহত রাখতে এবং গতিশীল করার লক্ষ্যেই রাইজ আপ নিউইয়র্ক সিটি কাজ করছে। আগামী দিনগুলোতে বাংলাদেশী বংশোদ্ভুত প্রজন্ম নিজেদের ভোটাধিকার থেকে শুরু করে সকল নাগরিক অধিকার আদায়ে যেন সচেষ্ট থাকে, এই বিষয়ে সচেতন করতেই রাইজ আপ নিউইয়র্ক সিটি ভূমিকা রাখছে। বক্তারা তাদের বক্তব্যে দ্রুত অগ্রসরমান বাংলাদেশী কমিউনিটির নানা উদ্যোগ ও এগিয়ে যাওয়া এবং অনুপ্রেরনার কথা তুলে ধরেন এবং রাইজ আপ নিউইয়র্ক সিটি’র কর্মকান্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানে রাইজ আপ নিউইয়র্ক সিটি’র কর্মকর্তাদের মধ্যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট অব ফিন্যান্স মোহাম্মদ আব্দুল জলিল, ভাইস প্রেসিডেন্ট অব কমিউনিকেশন্স মোহাম্মদ লতিফ, ভাইস প্রেসিডেন্ট অব মিডিয়া অ্যাফেয়ার্স জামিল সারওয়ার, ভাইস প্রেসিডেন্ট অব কমিউনিটি অ্যাফেয়ার্স মাহবুবুর জুয়েল, ভাইস প্রেসিডেন্ট অব ইভেন্টস ইশাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারফেইথ অ্যাফেয়ার্স সাইয়েদ উতবা উপস্থিত ছিলেন।