প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

Share This News

মালিতে সোনার খনি ধসে প্রাণ গেলো ৭০ জনের

মালিতে সোনার খনি ধসে প্রাণ গেলো ৭০ জনের

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনিতে টানেল ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে দুর্ঘটনাটি ঘটেছে ।

খনি শ্রমিকদের কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলর ওমর সিদ্দিক বার্তা সংস্থা এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, শুরুতে একটি বড় আওয়াজ হয়েছিল। মনে হচ্ছিল পৃথিবী কাঁপতে শুরু করেছে। তখন কাজে নিয়জিত ছিলেন দুই শতাধিক শ্রমিক।

এক বিবৃতিতে দেশটির খনি মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌলিকোরো অঞ্চলের কাঙ্গাবা জেলায় বেশ কয়েকজন খনি শ্রমিক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খনি ধসের কারণ স্পষ্ট নয়।