প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪

Share This News

রমজানে ১৫ দিন নয়, ১০ দিন খোলা থাকবে প্রাথমিক স্কুল

রমজানে ১৫ দিন নয়, ১০ দিন খোলা থাকবে প্রাথমিক স্কুল

আসন্ন পবিত্র রমজান মাসে প্রথম ১৫ দিন নয় ১০ দিন খোলা থাকবে প্রাথমিক স্কুল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রমজানের প্রথম দশদিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে পগণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে দুপুরে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিনের জায়গায় ১০ দিন মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।