প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

Share This News

লন্ডনে মঙ্গল সমাবেশ অনুষ্ঠিত

লন্ডনে মঙ্গল সমাবেশ অনুষ্ঠিত

লন্ডনে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও লেখকদের এক মঙ্গল সমাবেশ ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ইস্ট লন্ডনের একটি ক্যাফেতে অনুষ্ঠিত হয় । ড. আজিজুল আম্বিয়ার পরিচালনায় বিভিন্ন সময়ে কবিতা পাঠ, গান গেয়ে শুনান গুণীজন। প্রথম পর্বে আসমা মতিনের লাল পাথরের গল্প বইটির মোড়ক উম্মেচন করেন ভিডিওকলের মাধ্যমে সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম মোস্তফা। তিনি বলেন, লন্ডনের মাটিতে এরকম আমাদের সাহিত্য  চর্চা আমাকে মুগ্ধ করেছে । লেখক ও বইয়ের শুভকামনা করে তিনি আরো বলেন, সঠিক সাহিত্য চর্চা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আলোচনায় অংশ নেন ,কবি আসমা মতিন, ইমদাদুন খান, জেসি চৌধুরী, আব্দুস ছত্তার, কবি নাজমা কুদ্দুস, জেসমিন রহমান ।

আবুল রহমান জিলানী, মোহাম্মদ রহমত আলী, (দর্পণ বাংলা বুক ও দর্পণ মিডিয়া), লাবিদ আহমদ, ডাক্তার গিয়াসউদ্দিন আহমদ, এনামুল হক চৌধুরী,খাইরুর জামান, কবি মোসাইদ খান, প্রকাশক নওয়াব আলী প্রমূখ। ভালোবাসা ভরা ছিল সেই সন্ধ্যা। সাথে ছিল চা কফিসহ নানা প্রকার খাবারের আয়োজন ।

আরও বাড়তি ছিলো নাজমা কুদ্দুস  এর জন্মদিনের কেক কাটা । সভায় বিশেষ সময়ে লন্ডনে আরো মঙ্গল সমাবেশ করার সিদ্ধান্ত হয় ।