প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

Share This News

‘শান্ত খারাপ করলেও সে জাত খেলোয়াড়’

‘শান্ত খারাপ করলেও সে জাত খেলোয়াড়’

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বেই তিন সংস্করণে ছুটে চলবে টাইগার বাহিনী। কিন্তু চলতি বিপিএলে তার রানখরা অস্বস্তি যোগ করেছে। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ১১ ম্যাচ থেকে মাত্র ১৩৬ রান করেছেন শান্ত। যেখানে তার স্ট্রাইকরেট ৯০ এর আশপাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন ফর্ম চিন্তা বাড়াবে, সেটিই স্বাভাবিক। 

তবে বিসিবি তার ওপরে ভরসা হারাচ্ছে না। সময় মতো শান্ত জ্বলে উঠবে, এমনটি বিশ্বাস করেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। এ দিকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। শুরুতে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচে না থাকার কথা জানা গেলেও এবার টেস্ট থেকেও ছুটির কথা জানা গেল। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ফেরার অপেক্ষা আরও বাড়ছে।

গতকাল সাকিবকে নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সে আমাদের সেরা খেলোয়াড়। তার পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই। যেভাবেই হোক সে পারফর্ম করবেই। বিপিএলে সাকিবের এই ফিরে আসাটা দারুণ। সে আগেও ইনফর্ম ছিল। চোখের সমস্যা হচ্ছিল। সেটা সাময়িক। আশা করি, সে যেহেতু এখন ব্রেক নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য, যখন ফিরবে ভালোভাবেই ফিরবে।’

এ দিকে শান্তর ফর্ম নিয়ে মাথাব্যথা নেই বিসিবির। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস শান্তকে নিয়ে বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা, যেখানে আজ খারাপ যাবে, কাল ভালো যাবে। এটি আমি আগেও বলেছি। ক্রিকেটে এই ওঠা-নামা থাকেই। এর মানে এই নয় যে, ফর্ম নেই। অনেকেই বলে আউট অব ফর্ম। কিন্তু এমনটি নয়। আজকে হয়তো শান্ত খারাপ করছে, কিন্তু সে জাত খেলোয়াড়।’

বিসিবির নবম বোর্ড মিটিংয়ে ব্যাটিং ও বোলিং কোচের বিষয়ে বলা হয়েছিল, কিছুদিনের মধ্যেই তাদের নাম ঘোষণা করা হবে। তবে ১০ দিন পেরিয়ে গেলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। এই বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘নামটা এখনই সবাইকে জানাতে পারব না। এখন ঠিক হয়ে গেছে। আমরা করেছি। যেহেতু শর্তাবলী নিয়ে তাদের সঙ্গে এখনো কথাবার্তা চলছে, সেহেতু তাদের নাম দুই-একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে প্রকাশ করাটা খুব কঠিন।’

চলতি বিপিএলে সেরা রান সংগ্রাহকদের একজন তামিম ইকবাল। ১১ ম্যাচে ৩২৫ রান করে সেরা চারে রয়েছেন তিনি। তবে জাতীয় দলে তার ভবিষ্যৎ এখনো অজানা। ‘বোর্ড সভাপতি আমাকে ও আরও কয়েক জনকে তামিমের সঙ্গে বসার জন্য বলেছেন। বেশিদিন আর নেই বিপিএলের। খেলা শেষ হলেই তার সঙ্গে আমরা বসবো’, তামিমের বিষয়ে এমনটাই বলেন জালাল ইউনুস।

এ দিকে বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে সাকিব-তামিম ইস্যু পারদের চূড়ায় অবস্থান করছে। চট্টগ্রামে তাদের মুখোমুখি অবস্থানের ম্যাচে ব্যতিক্রমী উদযাপন দেখা গেছে। এই বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘ভালোই লাগে। আপনারা তো চান, এরকম কোনো রোমাঞ্চকর কিছু হোক। আমি দেখেছি, পরে দেখেছি।’

সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলোই হবে দেশের মাটিতে। তবে বৈশ্বিক এই আসরের প্রস্তুতি হিসেবে আরও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যুক্ত করা হয়েছে। বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মাটিতে তাদেরই বিপক্ষে এই তিনটি ম্যাচ খেলবে টাইগার বাহিনী। তাতে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া এই আসরে নামার আগে নিজেদের আরও কিছুটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে নাজমুল হোসেন শান্ত বাহিনী।