প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ ২০২৪

Share This News

ইসরায়েলি কমান্ড সেন্টারে হামাসের হামলা, নিহত ৭

ইসরায়েলি কমান্ড সেন্টারে হামাসের হামলা, নিহত ৭

ইসরাইলের উত্তর উপকূলীয় কমান্ড সেন্টারে হামলা চালানোর ঘোষণা দিয়েছে গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস। একইসঙ্গে তারা পৃথক হামলায় অন্তত সাত ইসরায়েলি সেনা হত্যার দাবি করেছে। খবর প্রেস টিভির।

আল কাসাম ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। 

বেইত হানুন শহরের পূর্বপাশে অবস্থিত ওই কমান্ড সেন্টারটিতে একটি ড্রোন ব্যবহার করে দুটি অ্যান্টি পার্সোনাল রকেটে ছোড়ে হামাস যোদ্ধারা। একই শহরে আরো এক ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে হামাসের ব্রিগেডটি।

আল কাসাম আলাদা বিবৃতিতে  জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়ির ভেতরে অবস্থান করা ছয় ইসরায়েলি সেনাকেও হামলা করে হত্যা করেছে তারা। 

৭ অক্টোবর হঠাৎ করেই ইসরয়েলে হামলা চালিয়েছিলো হামাস যোদ্ধাদের একটি দল। তারপর থেকেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এ পর্যন্ত ইসরাইলের প্রায় ছয়শ' সেনা প্রাণ হারিয়েছে হামাসের বহুমুখী আক্রমণে। বিপরীতে ইসরায়েলের নির্বিচার বোমা হামলা ও স্থল অভিযানে প্রাণ গেছে প্রায় ৩১ হাজার ফিলিস্তিনির।