প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ ২০২৪

Share This News

লঙ্কানদের বিপক্ষে হারের পর যা বললেন হৃদয়

লঙ্কানদের বিপক্ষে হারের পর যা বললেন হৃদয়

সিরিজ জয়ের মিশনে  শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে নামলেও, জয়ী হতে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা।  শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নেয়ার পর কাল দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। স্বাগতিকদের এই হারে লঙ্কানরা সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লঙ্কান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন। লিটন দাসের বিদায়ের পর অবশ্য প্রতিরোঢ গড়েছিলেন সৌম্য সরকার এবং নাজমুল শান্ত জুটি। তবে আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শান্ত।

এরপর ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ। তবে সৌম্যর সঙ্গে জুটি গড়ে কাল ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন হৃদয়। তাঁর ৯৬ রানের ইনিংসের সুবাদেই ২৮৬ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা। এদিকে কাল ব্যাট হাতে ভালো করেছে টাইগারদের টেইলএন্ডাররাও। ব্যাট হাতে তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ- এই দুই পেসারের খেলা ১৮ রানের ইনিংসও সংগ্রহ বাড়াতে সাহায্য করেছে।

এদিকে ২৮৬ রান ডিফেন্ড করতে নেমে কাল শিশিরের কারণে খুব একটা সুবিধা করে ওঠতে পারেননি টাইগার বোলাররা। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে একই কথা বলেছেন হৃদয়। তিনি বলেন, ‘এই সময়ে আমাদের দেশে আসলে খুব একটা শিশির পড়ে না। তবে সবশেষ দুইটা ম্যাচেই বেশ শিশির ছিলো। যার কারণে বোলাররা খুব বেশি সাহায্য পায়নি। তারপরও আমাদের বোলাররা ভালো বল করেছে, ভালো একটা কামব্যাক ছিল।’

এদিকে দুই দলই দুইটি করে ম্যাচ জেতায় তৃতীয় ম্যাচটিই এখন সিরিজ নির্ধারণী যেটি আবার একটি ডে ম্যাচ। এ নিয়ে হৃদয় বলেন, ‘ডে ম্যাচে তো খেলা আলাদা হবে, আমার মনে হয় আমরা যেভাবে খেলছি, এভাবে খেলতে পারলে মনে হয় যথেষ্ট হবে।’

এদিকে টাইগার এই ব্যাটার জানিয়েছেন, সৌম্য-শান্ত যদি তাদের ইনিংস আরেকটু বড় করতে পারতেন তাহলে ভালো হতো। তিনি বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আর সৌম্য ভাই বা যারা আমরা সেট হয়েছি হয়তোবা আমরা যদি আরেকটু ক্যারি করতাম (ভালো হতো)। আমি সৌম্য ভাইকে বার বার বলেছিলাম, 'আজকে খেলতে হবে'। তো সৌম্য ভাইয়ের ইনিংসটা যদি আরেকটু বড় হতো বা শান্ত ভাইয়ের ইনিংসটা যদি আরেকটু বড় হতো, তাহলে হয়তোবা খেলার চিত্রটা ভিন্ন হতো।’