প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ ২০২৪

Share This News

আইপিএলের মাঠে কুকুরকে লাথি, ক্ষেপেছেন বরুণ

আইপিএলের মাঠে কুকুরকে লাথি, ক্ষেপেছেন বরুণ

ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। টি-টোয়েন্টির এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলাকালীন সময়ে একটি কুকুর মাঠে ঢুকে যায়। 

তখন নিরাপত্তাকর্মীরা সেই কুকুরটিকে লাথি মেরে মাঠ থেকে বের করে দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও দেখে অবোলা প্রাণীকে লাথি মারায় নিরাপত্তা কর্মীদের নিয়ে সামলোচনা করেছেন অনেকে। তাদের মধ্যে রয়েছেন বরুণ ধাওয়ান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুরও।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন হার্দিক পান্ডিয়া যখন বল করতে যাচ্ছিলেন তখনই একটি কুকুর মাঠে ঢুকে পড়ে।

আইপিএলের মাঠে কুকুরকে লাথি, ক্ষেপেছেন বরুণ

যে কারণে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ ছিল। কুকুরটি ঢুকলে হার্দিক ধরার চেষ্টা করলেও কুকুরটি পালিয়ে যায়। কুকুরটি অনেকক্ষণ অন্য খেলোয়াড়দের ফাঁকি দিলেও শেষ পর্যন্ত গ্রাউন্ডকিপার কুকুরটিকে ধরে লাথি মারতে দেখা যায়। 

কুকুরকে লাথি মারার ভিডিও ভাইরাল হওয়ার পর একজন লেখেন, এটা কুকুর, ফুটবল নয়। এছাড়াও, কুকুরটি কাউকে কামড়াচ্ছে না বা ক্ষতি করছে না। যাই হোক না কেন আরও ভালো ব্যাবস্থা করা প্রয়োজন ছিল।

শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর লেখেন, এই ভিডিওটি আজকের মানবতার অবস্থা বর্ণনা করে, লজ্জাজনক।’