প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ ২০২৪

Share This News

ফেসবুকে ‘এভরিওয়ান ট্যাগ’ থেকে আসা নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

ফেসবুকে ‘এভরিওয়ান ট্যাগ’ থেকে আসা নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

ফেসবুক গ্রুপে ‘এভরিওয়ান (@everyone) ট্যাগ’ করে দিলে সেই গ্রুপের সব ব্যবহারকারীর প্রোফাইলে নোটিফিকেশন যায়। এছাড়াও প্রোফাইলে @friends লিখে কোনো পোস্টে কমেন্ট করলেই বন্ধুদের সবাই মেনশনড হন। এতে গ্রুপের সেই পোস্ট অনেক মানুষ দেখার সুযোগ পেলেও তা অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় । 

তাই ব্যবহারকারীরা চাইলে ফেসবুকে এভরিওয়ান ট্যাগ মেনশন বন্ধ করতে পারেন। যেভাবে বন্ধ করবেন:

প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে যেতে হবে। এরপর অ্যাকাউন্ট লগইন করুন। ফেসবুক ফিডের ওপরে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করতে হবে। এরপর সেটিংসে চাপুন। পরের পেজে নিচে স্ক্রল করে প্রেফারেন্সের নিচে থাকা নোটিফিকেশনসে ট্যাপ করুন। 

এরপর ‘হোয়াট নোটিফিকেশনস ইউ রিসিভ’–এর নিচে থাকা ট্যাগস নির্বাচন করুন। পরের পেজে নিচে স্ক্রল করতে হবে। রিসিভ নোটিফিকেশনস ফর এর নিচে থাকা ব্যাচ মেনশনস বন্ধ করুন। এটি বন্ধ করলে ফেসবুকে এভরিওয়ান ট্যাগ মেনশনের কোনো নোটিফিকেশন আসবে না।