প্রকাশিত : রবিবার, ২৮ মে ২০২৩

Share This News

আবারো তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোগান

আবারো তুরস্কের প্রেসিডেন্ট হলেন এরদোগান

রজব তাইয়্যেব এরদোগান আবারো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ৯৭ শতাংশ ব্যালট বাক্সের গণণা শেষ হয়েছে। এতে এরদোগান পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট।

রোববার (২৮ মে) দ্বিতীয় দফায় এ ভোটগ্রহণ হয়।

প্রথম দফায় কেউ নিয়ম অনুসারে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করতে হয়।

ইতোমধ্যে কাতারের আমির, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ও লিবিয়ার প্রধানমন্ত্রী এরদোগানকে শুভেচ্ছা জানিয়েছেন।

গত ১৪ মে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার ভোটে এরদোগান পান ৪৯.৫২ শতাংশ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু পান ৪৪.৮৮ শতাংশ ভোট।

ওই ধাপে তৃতীয় হয়েছিলেন সিনান ওগান। তিনি পান ৫.১৭ শতাংশ ভোট। এ ধাপে অবশ্য তিনি এরদোগানকে সমর্থন জানিয়েছে।

আনাদোলু এজেন্সির তথ্যমতে, দেশটির ৬ কোটি ৪০ লাখ বৈধ ভোটারের মধ্যে প্রথম ধাপে ৪৪.৮৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।

সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ