প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে ২০২৪

Share This News

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়: সৌদি আরব

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়: সৌদি আরব

চলতি বছরের হজ যাত্রীদের জন্য এবার নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব সরকার। এ বছরের হজ মৌসুমে হজ ভিসায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে দেশটি। এই ভিসা নিয়ে শুধুমাত্র মক্কা, মদিনা ও জেদ্দা শহরে ভ্রমণ করা যাবে বলছে সৌদি কর্তৃপক্ষ।

সম্প্রতি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় বলছে, এই ভিসাটি শুধুমাত্র হজ মৌসুমের জন্য বৈধ হজ ভিসা। এই ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। এই ভিসায় সৌদিতে কাজ করা, থাকা বা নির্ধারিত এলাকার বাইরে ভ্রমণ করা বৈধ বলে গণ্য হবে না।

কেউ এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, তা ছাড়া ভবিষ্যতে সেই ব্যক্তির হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।