প্রকাশিত : শুক্রবার, ১০ মে ২০২৪

Share This News

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। 

শুক্রবার (১০ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া বহু নির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত হবে। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়বেন মাত্র ২ জন ভর্তিচ্ছু।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ২৩ হাজার ৭৮৯টি। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন দুজন ভর্তিচ্ছু। 

পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। অর্থাৎ, ৪০ এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। এ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম। এবার ৯ হাজার ৯৭৯টির বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৮৯ জন ভর্তিচ্ছু।