প্রকাশিত : শনিবার, ৬ মে ২০২৩

Share This News

শেনজেন ভিসা’র মতো ভিসা চালু করবে সৌদি-আমিরাত

শেনজেন ভিসা’র মতো ভিসা চালু করবে সৌদি-আমিরাত

আরবীয় পর্যটন খাতকে আরও সহজতর ও লাভজনক করার জন্য ইউরোপীয় শেনজেন ধাঁচের ভিসা’ চালুর পরিকল্পনা হাতে নিয়েছে উপসাগরীয় অঞ্চলের তিন দেশ— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ই ‘শেনজেন ধাঁচের ভিসা’ চালু হলে— পর্যটকদের এই বিশেষ ভিসার আওতায় উপসাগরীয় অঞ্চলের এই তিনটি দেশ ভ্রমনের জন্য আলাদা করে অন্য কোন ভিসার প্রয়োজন পড়বে না। গত ১ মে ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হওয়া আরব ভূখণ্ডের দেশগুলোর পর্যটন বাণিজ্য সম্প্রসারনের উদ্দেশ্শে জোট অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের (এটিএম) সম্মেলন ও মেলার আয়োজন করা হয়। বুধবার সেই আয়োজনে বাহরাইনের পর্যটন বিষয়ক মন্ত্রী ফাতিমা আল সাইরাফি এ কথা ঘোষনা করেন। এ সময় উক্ত অনুষ্ঠানে সরকারের আন্ডার সেক্রেটারি প্রিন্স আবদুল্লাহ আর সালেহ এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের (সৌদি ট্যুরিজম অথরিটি— এসটিএ) শীর্ষ নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন উপস্থিত ছিলেন। ফাতিমা আল সাইরাফি বলেন, ‘(পর্যটন খাতে) আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে খাতকে কাজে লাগাতে উপসাগরীয় অঞ্চলভূক্ত দেশগুলোকে একত্রিত করার উদ্যোগ নিয়েছি আমরা। গত ২০২২ সালে আমরা এই খাঁচ থেকে ৯৯ লাখ পর্যটক পেয়েছি। এটা সম্ভব হলো কিভাবে?’ ‘এটা সম্ভব হয়েছে কারণে গত বছর আমরা বাহরাইনকে জিসিসি জোটের সদস্যরাষ্ট্রের ৬ টি সদস্য ও অন্যান্য গন্তব্যের সাথে সমন্নয় করতে পেরেছিলাম। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। বুধবারের সংবাদ সম্মেলনে ফাতিমা আল সাইরাফি জানান, আপাতত সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে ‘এই ৩ দেশ মিলে শেনজেন ভিসা’ চালু হচ্ছে। পরে জিসিসির অন্যান্য সদস্যদেরও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা আছে তাদের।