প্রকাশিত : বুধবার, ১২ জুন ২০২৪

Share This News

ভারতের জম্মু-কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, চলছে গোলাগুলি

ভারতের জম্মু-কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, চলছে গোলাগুলি

ভারত নিয়ন্ত্রিত জম্মুর দোদার জেলার একটি অস্থায়ী সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এখনও সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চত্তরগোলা এবং দোদার অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনা ও পুলিশ যৌথভাবে লড়াই করছে। এতে দুই সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী ওই সংগঠনটি।

এর তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন। জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষদিকে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা।

এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। তিনি সাংবাদিকদের বলেছেন, ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে। আজকেসহ গত তিনদিনে জম্মু ও কাশ্মিরে তিনটি বড় হামলার ঘটনা ঘটেছে।