প্রকাশিত : শনিবার, ৩ জুন ২০২৩

Share This News

গুচ্ছ ভর্তি পরীক্ষা: কুবি কেন্দ্রে 'এ' ইউনিটে উপস্থিতি ৯৩ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: কুবি কেন্দ্রে 'এ' ইউনিটে উপস্থিতি ৯৩ শতাংশ

বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট উপস্থিতি ছিল ৯৩.০৯ শতাংশ।

শনিবার (৩ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগস্টের প্রথম সপ্তাহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের 'এ' ইউনিটের আহ্বায়ক  অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, ‘সবার সর্বোচ্চ সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া কোনো অসুবিধাও হয়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৪৫১ জন, উপস্থিত ছিল ৮ হাজার ৭৯৭ জন। ‘এ’ ইউনিটের পরীক্ষার সকল কেন্দ্র মিলিয়ে উপস্থিত ছিল ৯৩.০৯ শতাংশ পরীক্ষার্থী।'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আগস্টের প্রথম সপ্তাহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোন অসুবিধা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

সার্বিক শৃঙ্খলার বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপাচার্য স্যারের নির্দেশনায় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত সকল কেন্দ্রে বিএনসিসি ও রোভার স্কাউটের সহযোগিতায় বুথ করেছি। যেখানে পরীক্ষার্থীদের মোবাইল, ব্যাগ, ঘড়ি রাখার ব্যবস্থা ছিল। আমি মনে করি সু-শৃঙ্খলভাবে আমরা একটি ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।’

প্রসঙ্গত, গত ২০ ও ২৭ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক ও বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে এ দুই ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে। বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্যে দিয়ে দেশে তৃতীয় বারের মত অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।