প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট ২০২৪

Share This News

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) -তে বিদায়ী সপ্তাহে (১২-১৫ আগস্ট)  সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১৪ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে পিই রেশিও যত কমে বিনিয়োগ ঝুঁকিও ততো কমে। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। বিদায়ী সপ্তাহে পিই রেশিও যেহেতু কমেছে, শেয়ারে বিনিয়োগ ঝুঁকিও তেমনি কমেছে। তবে দেশের শেয়ারবাজারের শেয়ারদর এখন তলানিতে অবস্থান করছে। যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন ঝুঁকিমুক্ত।

বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.৫২ পয়েন্ট। আর সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ১১.৬১ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ১.৯১ পয়েন্ট বা ১৪.১২ শতাংশ কমেছে।