প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন ২০২৩

Share This News

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত সেই ফিলিস্তিনি শিশু মারা গেছে

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত সেই ফিলিস্তিনি শিশু মারা গেছে

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আহত তিন বছর বয়সী ফিলিস্তিনি শিশুটি মারা গেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হওয়ার কয়েকে দিন পর সোমবার (৫ জুন) শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য-মন্ত্রণালয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে শিশুটি গুলিবিদ্ধ হয়। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইসরায়েলের শেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক দলের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও শিশুটি না-ফেরার দেশে চলে গেছে।

শিশুটির বাবা হাইথাম তামিমি বলেছেন, তিনি যখন ছেলেকে সঙ্গ নিয়ে তার ভাইয়ের বাসায় যাচ্ছিলেন, তখন তাকে এবং মুহাম্মদকে গুলি করা হয়।

তিনি সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমি গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই গুলির শব্দ শুনতে পাই। তখনই সামরিক টাওয়ার থেকে আমি ইসরায়েলি সেনাদের বের হয়ে যেতে দেখি।

চলতি বছরে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের দ্বারা প্রায় ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছেন।