প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

Share This News

তোপের মুখে বিএসইসি চেয়ারম্যান

তোপের মুখে বিএসইসি চেয়ারম্যান

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ তোপের মুখে পড়েছেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি তোপের মুখে পড়েন।

রোববার (২২ সেপ্টেম্বর) কমিশনের লবিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশসহ বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন তিনি। তবে সুনির্দিষ্ট প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

সরকার তারিকুজ্জামানের মতো মেধাবী কমিশনারকে অব‍্যাহতি দেওয়া নিয়ে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা, কেনো তাকে দপ্তরবিহীন করলেন, কেনো পদত‍্যাগে বাধ‍্য করলেন, বিএসইসিতে স্বৈরাচারিতা কেনো ইত‍্যাদি প্রশ্ন করেন সাংবাদিকরা।

এসব প্রশ্নের উত্তর দিতে চাননি বিএসইসি চেয়ারম্যান। শুধু বলেছেন সরকারের সঙ্গে আলাপ করে সব হয়েছে।

কিন্তু বিএসইসি স্বাধীন প্রতিষ্ঠান সত্ত্বেও সরকার কিভাবে দপ্তরবিহীন করে? এক্ষেত্রে তিনি এড়িয়ে চলে যান। তবে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে প্রশ্নের জবাব না দিয়ে একটি মিটিংয়ের কথা বলেন চলে যান।