প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

Share This News

চাপা দিয়ে মাইক্রোবাস খাদে, ৪ শিশু শিক্ষার্থী নিহত

চাপা দিয়ে মাইক্রোবাস খাদে, ৪ শিশু শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া মাইক্রোবাসের চাপায় ৪ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন । 

রোববার সকাল সোয়া ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলা, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী যুথি। এদের সবার বাড়ি শিমুলিয়া কুঠিপাড়া এলাকায়।   তানজিলার বাবার নাম পালন শেখ ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি। মিমের বাবার নাম পাওয়া যায়নি। 

কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষ শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। তারা রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। 

এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও একজন। 

দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।